অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার সদর হাসপাতালের সেবা কার্যক্রম।। আড়াই'শ শয্যার এই হাসপাতালে সব সময় থাকে রোগীর বাড়তি চাপ। বুধবার (২৭ জানুয়ারি) অগ্নিকাণ্ডের পর অনেক রোগী বেসরকারি হাসপাতালে চলে যেতে বাধ্য হন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে হাসপাতালের সেবা কার্যক্রম। চালু হয়েছে হাসপাতালের প্রতিটি ইউনিট। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলো থেকে ফিরতে শুরু করেছে রোগীরা। একসাথে এত রোগী সামাল দিতে একটু সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ইমরানুল ইসলাম বলেন, 'আমরা যতটুকু সম্ভব পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।'
কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে পুরোদমেই। আর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জেলা সদর হাসপাতাল, কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিক-উস্-ছালেহীন বলেন, 'সকল বিভাগে আমরা আবার রোগী ভর্তি করে আমাদের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে দিয়েছি। এটি তদন্ত করার জন্য আমরা আপাতত ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এবং আমাদেরকে তদন্তের রিপোর্ট প্রদান করার জন্য তিনদিন সময় দিয়েছি।'
বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ করে হাসপাতালের নিচতলার পরিত্যক্ত স্টোর রুমে আগুন লাগে। এরপর দ্রুত আইসিইউ এবং জরুরি সেবা নিতে আসা ৬শ' রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে কর্তৃপক্ষ।