বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। সেক্ষেত্রে অন্য কোনও দেশ কিভাবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক দেখতে চায় সেটি যেন তারা বিবেচনা না করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন কোনও প্রিজমের মাধ্যমে নয়, বাংলাদেশের আশা যুক্তরাষ্ট্র সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।
সচিব মাসুদ বিন মোমেন আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের প্রতি বৈরী মনোভাব পোষণ করে, তবে এই দুই শক্তির মধ্যে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষা করতে বাংলাদেশকে কঠিন অবস্থানে পড়তে হতে পারে। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চীনের বিআরআই-এই দুই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ জড়িত। আমরা বিশ্বাস করি কানেক্টিভিটি ও পরিবহন অবকাঠামো বৃদ্ধির মাধ্যমে উভয় উদ্যোগ আমাদের আর্থ-সামাজিক উন্নতিতে সুযোগ তৈরি করবে।
পররাষ্ট্র সচিব বলেন, জিএসপি সুবিধার পুনর্বহাল, বাণিজ্য বহুমুখীকরণ ও মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র আবার বহুপাক্ষিক ব্যবস্থায় ফিরে এসেছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো সংবাদ, বিশেষ করে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে ফিরে আসাটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক।