দিনাজপুরে প্রচণ্ড ঠান্ডা ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে কাতর হয়ে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষ। গত কয়েক দিন ধরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এখনো সূর্যের দেখা মিলেনি। রাস্তায় ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। প্রচণ্ড শীতে দুস্থ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ অসহায় জীবনযাপন করছে। এরপরও পেটের দায়ে কাজে বেরিয়েছে খেটে খাওয়া মানুষজন। কনকনে শীত ও শিশির কারণে বীজতলা নষ্টের হাত থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে কৃষক। ঘন কুয়াশা অব্যাহত থাকলে আলুসহ শীতকালীন সবজি, বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকরা জানান।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা থাকবে এবং তাপমাত্রা আরো কমতে পারে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গত ২-৩ ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।