দেশে চলমান শৈত্যপ্রবাহ ছয়টি অঞ্চল ও একটি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আগামী চার দিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর বলেছে, আগামী চার দিন শৈত্যপ্রবাহ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গালসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: নামকরা চিকিৎসক হওয়ার আগেই লাশ হতে হলো মনিরাকে
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।