দেশে করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর ৫টি হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ কার্যক্রম চলছে।
শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বডুয়া টিকা নেওয়ার মাধ্যমে দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ৫টি হাসপাতালের মোট ৫৬০ জনকে এই টিকা দেওয়া হচ্ছে। যাদের সবাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতাল।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনার টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ওই নার্সসহ মোট ২৬ জন সম্মুখযোদ্ধা প্রথম দিন করোনার টিকা নিয়েছেন।