মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে রয়েছে বৈরী সম্পর্ক। দুই দেশই একে অন্যকে প্রায়শই হামলার হুমকি দিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা যাচাই করা হচ্ছে। ইসরাইলের এ হুমকিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছে তেহরান।
বুধবার (২৭ জানুয়ারি) ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ বলেন, কার্যত হামলার কোনো পরিকল্পনা নেই ইসরাইলের, পাশাপাশি তা বাস্তবায়নের ক্ষমতাও নেই তাদের।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া ভাষণে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি, ইরানে হামলার পরিকল্পনা জোরদার করার ঘোষণা দেন।
ইসরায়েলি সেনা কর্মকর্তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেন, পূর্ববর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মতো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলের কথামতো চলবে না। ইসরাইল ছাড়াও এ অঞ্চলে সৌদি আরবের মতো কিছু দেশ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে লবিং করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জো বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার পরিকল্পনা এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ও পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আর ইরান-আমেরিকা সম্পর্কে ‘নতুন সুযোগ’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন জেনারেল।