ধর্মীয় বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতে এক মুসলিম যুবককে জেলে পাঠিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। মুনাওয়ার ফারুকি নামের ২৮ বছরের ওই যুবকের বিরুদ্ধে ধর্মের দেব-দেবীদের কটাক্ষ 'করতে যাচ্ছিলেন' বলে অভিযোগ আনা হয়। এরপর তাকে গ্রেফতারের পর ২৭ দিন ধরে ভারতের মধ্য প্রদেশের একটি জেলে আটকে রাখা হয়েছে।
মধ্য প্রদেশ এবং এর প্রতিবেশি উত্তর প্রদেশে আইনি জটিলতায় পড়েছেন মুনাওয়ার। প্রথমত, তার বিরুদ্ধে হিন্দু দেব-দেবীদের নিয়ে কৌতুক বলার অভিযোগ করা হয়েছে। দ্বিতীয়ত, হিন্দু দেব-দেবী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করার অভিযোগ করা হয়েছে। সোমবার মধ্য প্রদেশ হাই কোর্ট মুনাওয়ারের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে একাধিকবার আবেদন করার পর অঞ্চলটির একটি নিম্ন আদালতও তার জামিন আবেদন খারিজ করে দেয়।
মুনাওয়ারকে একটি কৌতুক অনুষ্ঠানের প্রস্তুতি সভা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে তখন অভিযোগ করা হয়, তিনি তার মূল পরিবেশনায় হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে কৌতুক 'বলতে পারেন'। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে 'হিন্দু রক্ষক সংগঠন' নামের একটি সংস্থা। তাদের দাবি, মুনাওয়ার হিন্দু দেবতাদের অপমান করেছেন।
একাধিকবার জামিন আবেদন বাতিল হওয়ার পর মুনাওয়ারের আইনজীবী উচ্চ আদালতে যান এবং ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু পুলিশ চার্জশিট জমা দিতে না পারায় আদালত স্থগিত করা হয়।
পুলিশ এ বিষয়ে গড়িমসি করছে, অভিযোগ মুনাওয়ারের আইনজীবী আনশুমান শ্রিবাস্তবের। আল জাজিরার সাথে কথা বলার সময় এই অভিযোগ করেন তিনি।
মুনাওয়ারকে আটক করে ইন্দোর পুলিশ। তারা দাবি করেছিলো, কমেডি ইভেন্টে হিন্দু দেব-দেবীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ইন্দোরের পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় খাত্রি দাবি করেছেন মুনাওয়ার এবং গ্রেফতারকৃত অন্যদের বিরুদ্ধে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।
কিন্তু গত সপ্তাহেই তিনি আর্কেটিল-ফোরটিন নামের একটি সংবাদ সংস্থাকে বলেছেন, মুনাওয়ার কৌতুকটি পরিবেশন করেননি, তবে করতে যাচ্ছিলেন। এ বিষয়ে ইন্দোর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যম আল-জাজিরাকে মুনাওয়ারের বিষয়ে কোনো উত্তর দেয়নি তারা।
সূত্র- আলজাজিরা