নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২ টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, দধি দোকানে হাই ভোল্টেজের লাইট দিয়ে দধিতে তাপ দেয়ার সময় অতিরিক্ত গরমে কাগজ পুড়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে মধ্যরাতে অনেকে বাজারে ছুটে আসেন এবং নিজের সম্বলটুকু হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন।