কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গ্রীস ছাত্রলীগ। সোমবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী এথেন্সের আওয়ামীলীগ কার্যালয়ে গ্রীস ছাত্রলীগ নেতা মাসেব আহমদের সভাপতিত্বে ও জয়নুদ্দীন জয়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শেখ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, রাজু খান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, গ্রীস যুবলীগ আহবায়ক কামরুল হাসান, আশিকুর রহমান, কিরণ মাতব্বর, গ্রীস মহানগর যুবলীগের আহবায়ক সাকের আহমদ, যুগ্ম আহবায়ক জাবেদ মাহমুদ, শাহেদ আহমদ।
কেক কাটার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জয়নুউদ্দিন জয় বলেন, জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বহির্বিশ্ব ছাত্রলীগ কাজ করে যাবে। এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিতল বৌদ্ধ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রীস ছাত্রলীগের জায়ান আহমেদ, নাইম মাতবর, মেহেদী, অনিক, কামরুল, হাসান, রুবেল, দুর্জয়, তারেক আহমেদ, সাগর, জুনেদ, রেজাউল, ইজাদুর, সাউথ প্রমুখ।