কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিচ তলার মালামাল রাখার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে হয়েছে তা জানা যায়নি।
এদিকে, হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই চিকিৎসাধীন অবস্থাতেই ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।