মহামারি করোনারভাইরাসের (কোভিড-১৯) টিকা নেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন ফ্রন্টলাইনার। এ সময় তারা সবাইকে নিশ্চিন্তে টিকা নেয়ার আহ্বান জানান।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন বলেন, যেহেতু আমি একজন ফ্রন্টলাইন সোলজার ভ্যাকসিনটা আমাদের জন্য যেমন জরুরি, তেমনই প্রত্যেকের জন্য জরুরি। আমি আজকে এটা নিয়ে প্রমাণ করলাম। ভ্যাকসিনের সেরকম কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যাদের মনে সন্দেহে রয়েছে বা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আমি নিয়েছি আপনারাও নেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, নিজের থেকে সংকল্প করেছি। আমি যখন অন্যদের ভ্যাকসিন নিতে বলবো তাহলে আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। এবং ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে, এটা যে অপপ্রচার এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেয়াটা সাধারণ একটা বিষয়। খুবই ছোট একটা নিডেল। আমি কোন ব্যথাবোধ করিনি।