শুধু পাঠদান নয়, শিক্ষিকারা যে একেবারে ১৪ ফুটের লম্বা গ্রিলের গেট টপকাতে পারেন সেটাও এদিন প্রমাণ করে দিলেন। ১৪৪ ধারা অপেক্ষা করে পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে মমতার বিধানসভা অধিবেশন চলাকালীন গ্রিলের গেট টপকে যান কয়েকজন আন্দোলনকারী শিক্ষিকা। যা দেখে পুলিশের মতো সাধারণ মানুষও বিস্মিত হয়।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে কোনও অগ্রিম নোটিশ না দিয়েই কয়েকশ শিক্ষিকা বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আজ থেকেই বিধানসভার অধিবেশন শুরু হয়। ফলে বিধানসভা অধিবেশনের কক্ষে ঢুকে আন্দোলনকারীরা তাদের বেতনের দাবি জানাতে মরিয়া হয়ে উঠেছিলেন। পুলিশি বাধা উপেক্ষা করে অনেকেই বিধানসভা গেটেও উঠে পড়েন। এদের মধ্যে দু-তিনজন প্রায় টপকে যান গেটও। যদিও পুলিশ টপকে যাওয়া শিক্ষিকাদের ধরে বাইরে বের করে দেন।
আন্দোলনকারী শিক্ষিকরা বলছেন, সমকাজ-সমবেতন এই নীতি মানছে না মমতার সরকার। বহুবার শিক্ষকদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। লিখিতভাবে যেমন বলা হয়েছিল তেমনই পথসভা করেও দাবির কথা জানানো হয়েছিল। কিন্তু সরকারের শেষ সময়েও তা কার্যকর হয়নি। তাই বিধানসভার অধিবেশন চলার সময়ই তারা আন্দোলনের পরিকল্পনা নেন এবং বিধানসভায় চলে আসেন।
শিক্ষক ঐক্য মঞ্চ নামের শিক্ষকদের এই সংগঠনের পক্ষ থেকে এদিন বিধানসভার আন্দোলনের পেছনে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ইন্ধন দেখছেন। তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিধানসভায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকেন, ঠিক কাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ দেখালেন সেটা পরিষ্কার নয়। তবে এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও তিনি ইঙ্গিত করেন।