প্রথমবারের মতো টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ। যেখানে উত্তর বারিধারার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বুধবার (২৭ জানুয়ারি) খেলাটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টঙ্গীর আর্চারি স্টেডিয়ামে হতে যাচ্ছে ফুটবল ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের তত্ত্বাবধানে, প্রিমিয়ার লিগের নতুন ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে স্টেডিয়ামটির।
আর্চারি ফেডারেশনের আপত্তির পরও মাঠটিকে ফুটবলের জন্য বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে মাঠটিকে নিজেদের খেলার উপযোগী করে নেয় বাফুফে। এবার তারই শুভ উদ্বোধন হতে যাচ্ছে উত্তর বারিধারা এবং ব্রাদার্সের ম্যাচ দিয়ে।
মাঠটিকে উত্তর বারিধারা ক্লাবের হোম ভেন্যু হিসেবেও নির্ধারণ করেছে তারা। মাঠ নিয়ে আলোচনার মধ্যে আবেদন হারিয়েছে প্রথম ম্যাচটি।