চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরীর লালখানবাজার ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে ৪ নম্বর ওয়ার্ডের লালখানবাজারের ইস্পাহানি মোড়ে প্রায় ৩০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে।
এ সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিরোধী পক্ষের অনুসারীরা। তাৎক্ষণিকভাবে পুলিশ-বিজিবি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, একই মতাদর্শের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় অন্তর্কোন্দলের কারণে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।
আরো পড়ুন:
চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পথচারী নিহত
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে (সরাইপাড়া) নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। নিহত নিজামউদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। ঘাতক সালাউদ্দিন কামরুল ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ১৩ ও ১৪ নম্বরসহ ১৫টি ওয়ার্ডকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেয় আইনশৃঙ্খলা বাহিনী।