আগামী বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখে ২৫ ক্রিকেটারকে নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে টাইগার যুবাদের ৪র্থ ধাপের কন্ডিশনিং ক্যাম্প।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রথম দিন সকাল বিকেল দুই ধাপে হয়েছে অনুশীলন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, প্রথমধাপে ২৫ ক্রিকেটারের ফিটনেস নিয়ে কাজ করেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার। পরে করেন দীর্ঘক্ষণ রানিং।
বিকেলে পেসারদের নিয়ে আলাদা সেশনে কাজ করেছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। অনুশীলন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে চট্টগ্রামে এইচপি ইউনিট ও নিজেদের মধ্যে একাধিক প্রীতি ম্যাচ খেলবে যুবারা। এদিকে অনুশীলনের আগে করা কোভিড পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসে। যেখানে হেড কোচ ছাড়া যোগ দিয়েছেন অন্যসব কোচিং স্টাফরা। প্রধান প্রশিক্ষকও যোগ দিবেন আগামী সপ্তাহেই।