জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউসে এখন ঘোরাফেরা করছে তার দুই কুকুর চ্যাম্প ও মেজর। জো বাইডেন এদের সঙ্গে এনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পোষ্য রাখার ভেঙে ফেলা ঐতিহ্য ফিরিয়ে আনা হলো।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসার রোববার (২৪ জানুয়ারি) টুইট করা কয়েকটি ছবিতে পোষা প্রাণী দু’টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়।
সোমবার (২৫ জানুয়ারি) সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে লা রোসা জানান, ‘চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।’
পোষ্য রাখার অনুসরণে বারাক ওবামার কুকুর ‘বো’ ছিল একটি পর্তুগিজ ওয়াটার ডগ, জর্জ বুশের ‘বার্নি’ ছিল স্কটিশ টেরিয়ার। প্রেসিডেন্ট জো বাইডেনের দু’টি কুকুরই ‘জার্মান শেফার্ড’ গোত্রীয়।
ব্যতিক্রমী ট্রাম্প ছিলেন অনেকটাই জীবাণুর সংস্পর্শে আসার ব্যাপারে উদ্বিগ্ন। তিনি থাকাকালীন হোয়াইট হাউসে কখনোই তিনি কোনো পোষা প্রাণী রাখেননি।