বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারকে ‘ক্রীতদাস’ বলেছেন। সিইসি নুরুল হুদা তার ‘আত্মা বিক্রি করেছেন’ বলেও দাবি করেন রিজভী।
এদিন তিনি বলেছেন, ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে হবে, এজন্য উনার টাকা দরকার। আর সেই টাকা লোপাট করবেন তিনিসহ অন্যান্য কমিশনার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো এবং নিউমার্কেট থানা ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বাপ্পির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘উনার (নুরুল হুদা) তো সুষ্ঠু ভোটের দরকার নাই। উনার টাকা বরাদ্দ দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে টাকা দরকার আর এই টাকা লোপাট করবে সিইসি এবং তার লোকেরা। এটা নিয়েই ব্যস্ত তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ততা নেই।
তিনি এসময় বলেন, এই লোকটি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানের মধ্যে সমাহিত করেছেন। কিন্তু কোনোভাবেই নুরুল হুদা সরে যেতে চান না। সরকার মনে করে এত বড় তাঁবেদার, এত বড় গোলাম আর তো পাওয়া যাবে না।’
তিনি সিইসিকে উদ্দেশে আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা বিক্রি করেছেন। আপনার লজ্জা করে না? আপনি নাকি আমলা ছিলেন, ডিসি ছিলেন? এত বড় ক্রীতদাস? ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। আপনার মতো এ ধরনের ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনার কমিশনার আশঙ্কা প্রকাশ করছেন অথচ আপনি নির্ভীক।’
এ সময় ছাত্রদল পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকের পরিচালনায় দোয়া মাহফিলে মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্র দলের সাঈদ মাহমুদ জুয়েল, জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সাহাদাত হোসেন সৈকত, খালিদ হাসান জাকির, জুনায়েদ আহমেদ সুমন, প্রয়াত বাপ্পীর বোন ঝুমুর বক্তব্য রাখেন।