যুক্তরাজ্যে থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, লন্ডন থেকেই আক্রান্ত হয়ে এসেছেন এসব প্রবাসীরা। তবে সিভিল সার্জন বললেন আতঙ্কিত হওয়ার কিছু নেই।
করোনা আতঙ্কমুক্ত সিলেটে এসব প্রবাসী করোনায় আক্রান্তের খবরে জেলা জুড়ে আবার আতঙ্ক দেখা দিয়েছে। দেশে ফেরার পর চার দিনের কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষায় ১৫৭ জনের মধ্যে ২৮ জন পজিটিভ প্রমাণিত হন।
আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় খাদিমনগর করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। কিন্তু হাসপাতালে জনগণের অবাধ যাতায়াতে শঙ্কিত এলাকাবাসী।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২/৩ দিনে কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। যাদের শনাক্ত করা হয়েছে তারা আগেই আক্রান্ত ছিলেন।
সিলেট সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, এ তিন দিনে তাদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভবনা খুবই কম কারণ তারা হোটেলের নির্ধারিত ঘরের ছিলেন আর তারা বাইরে যাননি। সেহেতু বাইরে কারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।
২৮ প্রবাসীর করোনা আক্রান্ত তদন্তে ঢাকার আইইডিসিআর থেকে ৭ জনের টিম সিলেট পৌঁছেছে।