বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছেন নতুন নাটক ‘টিপু সুলতানা’। বিশেষ এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব-সাবিলা নূর।
নাটকে টিপু চরিত্রে দেখা যাবে অপূর্বকে। আর সাবিলা নূর অভিনয় করেছেন সুলতানা চরিত্রে। টিপু একজন সিএনজি চালক। আর সুলতানা গ্যারেজ মালিকের মেয়ে।
‘টিপু সুলতানা’ প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, সুলতানার নাম আরেক নাম রিনা। নিজেকে অতি সুন্দরী ভেবে নায়িকা কারিনা দাবি করেন। অন্যদিকে টিপু রাগী প্রকৃতির। যাত্রীদের সঙ্গে তিনি সবসময় রেগে কথা বলেন। যার কারণে ঝগড়াঝাটি লেগেই থাকে। গ্যারেজের দায়িত্বে থাকা সুলতানার সঙ্গেও টিপুর ঝগড়া চলতে থাকে। মজার গল্পটি সিরিয়াস হয়ে ওঠে একদিন রাতে। টিপু এক গর্ভবতী মহিলাকে সিএনজিতে ওঠাতে অস্বীকার করেন। তারপর গল্প মোড় নেবে ভিন্ন দিকে। শেষে দর্শকের জন্য একটি বার্তা রয়েছে।
বিগ বাজেটের এ নাটকটি ভালোবাসা দিবসে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছেন নাটকটির প্রযোজক সাহেদ আলী পাপ্পু। নাটকটি দর্শকপ্রিয়তা পাবে বলেও আশা তার।