ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি)। ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান প্রণীত হয়। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করেন ভারতীয়রা।
দিবসটি উপলক্ষে সকালে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বক্তব্য রাখবেন। এছাড়াও প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালরা তাদের নিজ নিজ রাজ্যে রাষ্ট্রীয় এই দিবসের উদ্বোধন করবেন। কোভিড বাস্তবতায় আয়োজনের অনেক অংশেই কাটছাঁট করা হয়েছে।
ভারতের অন্য রাজ্যগুলোর রাজধানীর মতো পশ্চিমবঙ্গে এবং এর রাজধানী কলকাতার রেডরোডের প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানেও করোনার জন্য কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠানের। বন্ধ রাখা হয়েছে কুচকাওয়াজও। এমনকি দর্শকগ্যালারিতে অতিথির সংখ্যাও থাকবে হাতেগোনা।
ইতিহাস বলছে, ১৯৫০ সালে ভারতের সংবিধান তৈরি হয়। সেই সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি থেকে। এরপর থেকেই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছেন ভারতীয়রা।