এখন থেকে ব্রিটেনের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত কোনো দেশ বা সে সব দেশের কোনো প্রতিষ্ঠান থেকে মাস্টারকার্ডে পণ্য কিনতে গেলে বাড়তি পাঁচগুণ চার্জ দিতে হবে। সোমবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মাস্টারকার্ডের এমন সিদ্ধান্তের পর ভোক্তাদের মধ্যে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার ভয় দেখা দিয়েছে। কারণ যেসকল পণ্য ইইউ থেকে আমদানি করা হয় সে সব পণ্য কিনতে গিয়ে বাড়তি চার্জ দিতে গেলে পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। আবার যে সবক পণ্য যুক্তরাজ্যে পাওয়া যায় না সে সব পণ্য কিনতে গেলেও ব্রিটিশটা বাড়তি খরচের মুখে পড়বে।
অন্যদিকে, যে সবক ব্রিটিশ নাগরিক ইইউতে ঘুরতে যাবেন তারা হোটেল, বিমান ভাড়া, যাতায়াতে গাড়ির ব্যবহার, ছুটির দিনে বিভিন্ন অনুষ্ঠানে বা পার্টিতে যোগদানের খরচ পাঁচগুণ বাড়তি চার্জ দিতে কিনতে হবে। এতে করে ইইউর বাণিজ্যিক ক্ষতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর জন্য মাস্টারকার্ড অবশ্য ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকে (ব্রেক্সিট) দায়ী করেছে। সরাসরি গ্রাহকের উপর এই চার্জ আরোপ করা না হলেও ব্রিটেনের ব্যাংকগুলোর উপর এ চার্জ প্রযজ্য হবে। তাই সরাসরি মাস্টারকার্ড তাদের গ্রাহকদের কোনো নোটিশ দেবে না। কিন্তু ব্যাংকের খরচ বাড়ার সাথে সাথে দিন শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকের কাছ থেকেই এ অর্থ আদায় করবে।
অক্টোবরে ব্রেক্সিটের আগে মাস্টারকার্ড এ চার্জ অন্তত শূন্য দশমিক তিন শতাংশ বাড়ানোর কথা বলেছি।