রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শফিকুল ইসলাম বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত হানিফ বেপারীর ছেলে শফিকুল ইসলাম বেপারী একই এলাকার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের এক শিশুকে ‘এক বছর’ ধরে একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিলেন। এরপর গত ২০১৯ সালের ২৭ এপ্রিল মেয়েটি তার বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ঘটনাটি খুলে বললে বিদ্যালয়ে শিক্ষকসহ নির্যাতিতার মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উমা সেন জানান, এ মামলার প্রধান আসামি জামিনে ছিলেন। আদালতে রায়ের সময় তিনি অনুপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামি শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।