x
মহানগর সময় ডেস্ক
আপডেট
২৫-০১-২০২১, ১৪:৩০

দেশে ৭৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী!

দেশে ৭৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী!
দেশের মানুষের মধ্যে টিকা দেওয়া এবং না দেওয়ার মধ্যে একটি মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলছেন টিকা দেবেন আবার কেউ বলছেন টিকা দেবেন না। এরই মধ্যে এক জরিপে ওঠে এসেছে দেশে ১৮ বছরের বেশি বয়সী প্রায় ৭৫ শতাংশ মানুষ করোনাভাইরাসের টিকা দিতে আগ্রহী।

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এ জরিপ প্রকাশ করেছে। এ জরিপে সহকারী প্রতিষ্ঠান হিসেবে আরও যুক্ত ছিলেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর হাইপারটেনশন রিসার্চ সেন্টার, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

এ জরিপে গবেষক দলে ছিলেন ড. আহমেদ হোসেন (এন এস ইউ), ড. হাসান মাহমুদ রেজা, (এন এস ইউ), মিনহাজুল আবেদিন (সি আই পি আর বি), ড. ফারাহ  নাজ রহমান (সি আই পি আর বি), আমিনুল ইসলাম (ইউল্যাব), ড. জাকির হোসেন (এইচ এ আরসি-রংপুর)

জরিপে বলা হয় ১২ ডিসেম্বর ২০২০ থেকে ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৬৪৭ জন নাগরিক এ জরিপে অংশগ্রহণ করেন (অংশগ্রহণের হার ৮০ শতাংশ)। বাংলাদেশের ৮টি জেলার বিভিন্ন শহর, গ্রাম, এবং বস্তি থেকে দৈবচয়ন গবেষণা পদ্ধতির মাধ্যমে এ অংশগ্রহণকারীদের বাছাই করা হয়েছে। মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণকারীদের আর্থ সামাজিক অবস্থা ও ভ্যাকসিন সম্পর্কিত ভাবনা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল।


ভ্যাকসিন নেওয়ার অভিপ্রায় তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, প্রথম ভাগে ছিল যারা ভ্যাকসিন নিতে আগ্রহী, দ্বিতীয় ভাগে ছিল ভ্যাকসিন নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত বা নিশ্চিত নয় এবং তৃতীয় ভাগে ছিল যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয়। ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা পরিমাপ করা হয়েছে যারা এই গবেষণায় ভ্যাকসিনটি নিতে আগ্রহ প্রকাশ করেছেন যা মোট নমুনার ৭৪ দশমিক ৬ শতাংশ। গবেষণায় অংশগ্রহণকারী ৭৪ দশমিক ৬ শতাংশ নাগরিক জানিয়েছেন তারা একটি কার্যকরী, নিরাপদ ভ্যাকসিন চিকিৎসক দ্বারা সুপারিশিত হলে বিনামূল্যে নিতে আগ্রহী হবেন। ৭ দশমিক ৮ শতাংশ নাগরিক ভ্যাকসিন নিতে একেবারেই ইচ্ছুক নয়। অপর ১৭ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী ভ্যাকসিন গ্রহণ করা বা না করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন।

জরিপে পাওয়া গেছে দিনমজুরদের মাঝে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা অন্যান্য পেশাজীবীদের তুলনায় উল্লেখযোগ্যহারে কম। রিকশাচালক, ফেরিওয়ালা, ঠেলাগাড়ি চালকদেরও দিনমজুর হিসেবে এ গবেষণায় বিবেচনা করা হয়েছে। অর্ধেকেরও কম (৪৬.৮%) দিনমজুর ভ্যাকসিন গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যান্য পেশাজীবীদের মধ্যে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার পাওয়া গেছে ৬২ থেকে ৮৩ শতাংশ। মাসিক বেতনধারী অফিস কর্মীদের মাঝে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার ছিল সর্বোচ্চ। চিকিৎসক ও নার্সদের ভেতরও ভ্যাকসিনের উচ্চ গ্রহণযোগ্যতার হার পাওয়া গেছে, এ শ্রেণির ৮১ শতাংশই ভ্যাকসিন নেওয়ার বেপারে ইচ্ছা প্রকাশ করেছেন। বিভিন্ন পেশাজীবীদের মাঝে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার এর এই বৈচিত্র্য নির্দেশ করে যে নিম্ন আয়ের পেশাজীবীরা ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে উদাসীন, এমনকি বিনামূল্যে প্রদান করা হলেও।

এ জরিপে আরও উঠে এসেছে শহরে বসবাসকারী নাগরিকরা গ্রামবাসীদের তুলনায় ভ্যাকসিন গ্রহণে অধিক আগ্রহী। গ্রামবাসীদের ভেতর ভ্যাকসিন অনিচ্ছা ও দ্বিধাগ্রস্ততা উভয়ই উল্লেখযোগ্যহারে বেশি পাওয়া গিয়েছে। ৬৪ শতাংশ গ্রামে বসবাসকারী নাগরিক ভ্যাকসিন নিতে তাদের ইচ্ছার কথা জানিয়েছেন, শহরের নাগরিকদের মধ্যে যার হার পাওয়া গেছে ৮১ শতাংশ। গবেষণায় আরও দেখা গেছে মাত্র ৫৩ শতাংশ বস্তিবাসী ভ্যাকসিন নিতে আগ্রহী, যা বিভিন্ন ভৌগোলিক অবস্থানের নাগরিকদের মধ্যে সর্বনিম্ন।

বিভিন্ন বয়সের নাগরিকদের মাঝে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার তুলনা করে দেখা গেছে বৃদ্ধদের (৬০ এর অধিক বয়স) মাঝে অন্যান্য বয়সের তুলনায় ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার কম (৬১%)। ১৮ থেকে ৫০ বছরের অংশগ্রহণকারীদের মাঝে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার প্রায় একই রকম পাওয়া গেছে, যা ৩০ বছরের নিচের অংশগ্রহণকারীদের মাঝে ছিল ৭৪ শতাংশ, এবং ৩১-৪০ ও ৪১-৫০ বয়স্কদের মাঝে ছিল যথাক্রমে ৭৩ শতাংশ ও ৭৮ শতাংশ। ৫১-৬০ বছরের অংশগ্রহণকারীদের মাঝে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার ৬৮ শতাংশ যা বিভিন্ন বয়স বিভাগের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন। এ ফলাফলের ভিত্তিতে বলা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের মাঝে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার নিম্নমুখী।

লিঙ্গ বিবেচনায় ভ্যাকসিন গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য তারতম্য পাওয়া যায়নি। ৭৬ শতাংশ পুরুষ এবং ৭৩ শতাংশ নারী ভ্যাকসিন গ্রহণে ইচ্ছার কথা জানিয়েছেন।

জরিপটি বর্তমানে দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন অংশগ্রহণকারীদের মঝেও ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে অংশগ্রহণকারীদের মাঝে যারা দীর্ঘ সময় ধরে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, এজমা, কিডনি সমস্যা ইত্যাদিতে ভুগছেন তাদের মাঝে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার অন্যান্য অংশগ্রহণকারীদের তুলনায় কম। বিভিন্ন ধরণের দীর্ঘস্থায়ী রোগের রোগীদের মাঝে ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার ছিল ৫৩ থেকে ৬১ শতাংশের মধ্যে, যা সার্বিক গ্রহণযোগ্যতার হারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম।

পূর্বে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের মাঝেও অন্যদের তুলনায় ভ্যাকসিন গ্রহণযোগ্যতার হার যথেষ্ট কম পাওয়া গেছে। কোভিড-১৯ থেকে সেরে ওঠা অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি (৫৬%) ভ্যাকসিন গ্রহণে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।

জরিপের একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল অংশগ্রহণকারীদের ভ্যাকসিনের পেছনে ব্যয় করার অভিপ্রায়। ভ্যাকসিনের সঙ্গে মূল্য সংযোজিত হলে সার্বিক গ্রহণযোগ্যতার হার ৭৪.৬ শতাংশ থেকে কমে নেমে আসে ৪৬ শতাংশে। অতএব, অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী টাকা ব্যয় করে ভ্যাকসিন নিতে অনিচ্ছুক।

বাংলাদেশে বিস্তৃত পরিসরে ভ্যাকসিন ক্যাম্পেইন করার ক্ষেত্রে বড় বাধা থাকবে ভ্যাকসিন বিষয়ে মানুষের আস্থা তৈরি। এ কারণে স্বল্প শিক্ষিত মানুষের জন্য যোগাযোগ বার্তা এমনভাবে তৈরি করা প্রয়োজন, যা সহজে বোধগম্য হয় এবং মানুষের মাঝে ভ্যাকসিন বিষয়ে বিশ্বাস ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে আস্থা তৈরি করতে সমাজের মান্য ব্যক্তিরা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমুহের ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ও অন্যান্য সমস্যার ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে এগিয়ে আসতে হবে।

এটি বিবেচনায় রাখতে হবে যে এই গবেষণার ফলাফল একটি নির্দিষ্ট সময়ে মানুষের ভ্যাকসিন বিষয়ে ভাবনা তুলে ধরেছে। নতুন ভ্যাকসিন উদ্ভাবনের সঙ্গে সঙ্গে এবং কোভিড-১৯-এর ঝুঁকি বিষয়ে মানুষের মনোভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভ্যাকসিন বিষয়ে ভাবনা ও মনোভাবও পরিবর্তিত হতে পারে।DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
করোনা ভাইরাস লাইভ আপডেট
আক্রান্ত চিকিৎসাধীন সুস্থ মৃত্যু
৫৪৫৪২৪ ৪১৫৩১ ৪৯৫৪৯৮ ৮৩৯৫
বিস্তারিত
শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যানবাহন কক্সবাজার পৌর কাউন্সিলর কাজী মোরশেদের ইন্তেকাল এখানে বিক্রি হন বাংলাদেশিরা মোশতাকের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫ অস্ত্রের মুখে ঘেরে ৫ লাখ টাকার মাছ ছিনতাই এসএসসি-এইচএসসি পরীক্ষা ঘোষিত সময়ে হচ্ছে না তামিমা কার, ফয়সালা হবে আদালতে মা তামিমার বিরুদ্ধে অভিযোগের ‘পাহাড়’ ছোট্ট তুবার চিকিৎসকদের বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত আপত্তিকর ভিডিও দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর খুন! ২২ গজকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান তাপমাত্রা আরও বাড়তে পারে ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নুসরাত শোকে কাতর নিখিলের বিরহের পোস্ট ইউপি নির্বাচনে কেন্দ্রে রেজুলেশন পাঠানোর নির্দেশ আ.লীগের আগুনে দগ্ধ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু ‘পরিচয়ের’ মতো শিশু-কিশোর সংগঠন আরও প্রয়োজন: সংস্কৃতি প্রতিমন্ত্রী চরাঞ্চলে সূর্যমুখীর হাসি আত্মহত্যার আগেই ধর্ষিত দুই বোন, ৩ বছর পর রহস্য উদঘাটন! ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা ছিনতাই হওয়া কুকুরের সন্ধান দিলেই পুরস্কার ৪ কোটি ২৩ লাখ টাকা যাত্রীবাহী লঞ্চে ৮০০ কেজি জাটকা নেত্রকোনায় বিসিক শিল্প মেলা শুরু বিয়ের সাজে অপরূপ তামিমা, ভিডিও ভাইরাল পুরাতন বইয়ের পরিবর্তে মিলছে নতুন বই চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান বেপরোয়া ট্রাক কেড়ে নিল দুইজনের প্রাণ সুনামগঞ্জের ঘুঙ্গিয়ারগাঁওয়ে ১৪৪ ধারা নায়িকা বুবলীকে হত্যাচেষ্টা, অল্পের জন্য রক্ষা মিয়ানমারে তুমুল সংঘর্ষ ভাল্লুকের আক্রমণে আহত ২ জন চট্টগ্রাম এলেন হেলিকপ্টারে সাপ্তাহিক ছুটিকে কাজে লাগাতেই কক্সবাজারে ভিড় ব্রিটেনে আর ফিরতে পারবেন না শামীমা জুসের সাথে ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে পুলিশ সদস্য মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা ভ্যালেন্টাইন ডে’তে গণধর্ষণ, প্রধান আসামির আত্মসমর্পণ শচীন, লারাদের বিপক্ষে আবারও লড়বে সাবেক টাইগাররা কারাগারে মুশতাকের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন তুষার ধর পরিত্যক্ত ব্যাগে মিলল ২ কেজি সোনা এবার রোবট বলবে বাংলা কথা! গাড়িতে রক্তের দাগ, স্ত্রীর লাশ ফেলে পালাতে গিয়ে ধরা স্বামী মুশতাকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই: ম্যাজিস্ট্রেট সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সেঞ্জে লেনদেন কমেছে ৩৪ শতাংশ পানিতে ডুবে মরলেন গোলরক্ষকের বাবা দেশে করোনায় দ্বিগুণেরও বেশি মৃত্যু মুশতাকের মৃত্যু: বিক্ষোভকারীদের নতুন কর্মসূচি ১ এপ্রিল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ গেমস মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৭ ডাকাত মাদক ছাড়ার পরামর্শ দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ ‘শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী’ সিনিয়র ভাইকে ‘তুমি’ বলায় যুবক খুন গাঁজা বেচে মাসে ৪ কোটি টাকা আয়! পরিবেশ দূষণে বিনিয়োগ কোটি কোটি টাকা ইলিশে সয়লাব মাওয়া ঘাট, কমেছে দাম সমকামীদের বিয়ে নিয়ে যা বলল ভারত সরকার ময়নাতদন্ত শেষে মুশতাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর গ্রামে বসেই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে প্রতিবন্ধীরা চাঁদপুরে আগুনে পুড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু আবারও ব্যাপক হারে দাম বেড়েছে মাছ-মুরগির শামীমার ভাগ্যে কী আছে? ১৩ জনকে চাকরি দেবে ঢাকা বিআরটি ৪৮ ঘণ্টা পর ‘বন্দিদশা’ থেকে মুক্তি মিলল টাইগারদের কারাগারে মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ উইকেটকে দুষলেন ইংলিশ অধিনায়ক স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ: শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না ইংল্যান্ডের জাবিতে চাকরি সুযোগ শিক্ষামন্ত্রীকে চবি ছাত্র উপদেষ্টার চিঠি দিনের আলোর মতো ঝকঝক করছে রাতের ঢাকা শেরপুরে ট্রাকচাপায় নারী পথচারী নিহত গুলি করে পপ গায়িকা লেডি গাগার কুকুর ছিনতাই শিমুলিয়া-বাংলাবাজার: পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি প্লাস্টিক বর্জ্য কমানোর অভিনব উপায়! মেয়েকে ধর্ষণের পর মাকেও শারীরিক সম্পর্কের প্রস্তাব! আন্দোলনের পর চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা অন্যত্র বিয়ে দেওয়ায় প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু ২৪ ঘণ্টার জন্য খুলনায় পরিবহন চলাচল বন্ধ মেট্রোরেল প্রকল্পের হেমায়েতপুর-ভাটারা অংশের কাজ শুরু অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকে চাকরি ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা বহিষ্কার জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ‘বিশ্বের সেরা তিন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা’ দুই বছর ধরে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও, নিখোঁজ ২ মাস সাদামাটাভাবেই উদযাপিত কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশের নতুন মাইলফলক নিউজিল্যান্ডে করোনা টেস্টে বাংলাদেশ দলের সবাই নেগেটিভ তামিমার দাবিকে ‘অস্বীকার’ করল মেয়ে তুবা আশঙ্কাজনক হারে কমেছে ইতালির জিডিপি কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে একজন আটক চাঁপাইনবাবগঞ্জজুড়ে আমের মুকুলের ম-ম গন্ধ ‘টপ সিক্রেট’ ফাঁস: খাশোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য নাচছিলেন কনে, দ্রুত গতির গাড়ি এসে তছনছ করল সব! (ভিডিও) চুয়াডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত তুচ্ছ দ্বন্দ্ব গড়াচ্ছে মামলায়, আদালতে বাড়ছে মামলাজট কিশোরগঞ্জে ধান রক্ষায় ৫৪টি বাঁধ নির্মাণ পুঁজিবাজারে এখন নেতিবাচক কিছু নেই: বিএসইসি চেয়ারম্যান বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা, নিহত ১৭ করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ১৯ হাজার
আরও সংবাদ...
ঢাকার রাস্তায় নামছে ‘বাঘ’ তামিমা সম্পর্কে যা জানা গেল! তামিমার চার বিয়ে তিন স্বামী! পপিকে বিয়ে করতে চাওয়া যুবকের পরিচয় বিরল রোগে আক্রান্ত নবজাতক, গবেষণায় শিশুকে দান করবেন দম্পতি খেলতে গিয়ে হরিণকে ‘বন্ধু’ বানিয়ে বাসায় নিয়ে এলো শিশু! প্রেমিকার অপেক্ষায় ৪০ বছর ধরে ঢাবি হলের বারান্দায় সরু (ভিডিও) ঢাকায় ৫০ টাকায় গরুর মাংস! তামিমার তিন নম্বর স্বামী নাসির হোসেন! রহিমার প্রেমের টানে কেশবপুরে আমেরিকান ইঞ্জিনিয়ার চাঁদপুরের বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল টিকা নিলে বিশেষ অঙ্গ ছোট হওয়ার খবর কতটা সত্য? আলোচনায় ব্যাচেলর পয়েন্টের ‘নোয়াখালীর শিমুল’ এই লেখকের প্রতি কপি বইয়ের দাম ৩ লাখ টাকা মহানবীর (সা.) ১৪০০ বছর আগের যে বাণী সত্য প্রমাণ পেল বিজ্ঞান পর্ন সাইট খুললে তথ্য যাবে পুলিশের কাছে! ছিলেন নাইটগার্ড, ১৫ দিনের ছুটি নিয়ে হয়ে গেলেন মেয়র আল জাজিরার প্রতিবেদন: পেছনে কারা? সুইডেনে পড়তে গিয়ে পালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা জনপ্রিয় টিকটক তারকা রফির মরদেহ উদ্ধার শাহরিয়ার নাফিসের বিদায়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস আল জাজিরার সামি, আপাদমস্তক অপরাধে মোড়া এক চরিত্র! এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, ফেব্রুয়ারি-মার্চ দেখে এপ্রিলে সিদ্ধান্ত নাসিরের প্রেমিকার তালিকায় অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী! বিয়ে করলেন নাসির ভ্যাকসিন নিলে সাড়ে ৮ হাজার টাকা পুরস্কার! যে কারণে স্বামী-সন্তান ছেড়ে নাসিরকে বিয়ে করেছে তামিমা সুইমিং পুলে সৃজিত-মিথিলার রোমান্স টিকা দেওয়ার দ্বিতীয় দিনে কমল মৃত্যু ও আক্রান্ত ভাইয়ের পা ধরে মাফ চেয়েও রক্ষা পেলেন না নিজাম বছরের ভাইরাল দুই জুটি (ফটো অ্যালবাম) এবার ট্রলকারীদের জবাব দিলেন নায়ক রিয়াজ আল জাজিরার সংবাদ ভিত্তিহীন দাবি, সরকারের প্রত্যাখ্যান মধ্যবয়সী নারীদের টার্গেট করে শারীরিক সম্পর্ক করে বরিশালের বেলাল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব! বিতর্কের মধ্যেই নাসির-তামিমার জমকালো বিবাহোত্তর অনুষ্ঠান পার্লারে গিয়ে মুখ পুড়ল সুন্দরী নারীর! (ভিডিও) সুখবর পেতে পারেন ৪৩তম বিসিএস আবেদনকারীরা ৪০ হাজার কোটি মার্কিন ডলারের মালিক ছিলেন মুসা! (ভিডিও) আল-জাজিরায় সাক্ষাৎকারের চাঞ্চল্যকর তথ্য দিলেন মুন্না এসএসসির প্রকাশিত সিলেবাস বাতিল ছানাদের বাঁচাতে লড়াই করে বিষধর সাপ রুখে দিল মা মুরগি! (ভিডিও) স্বামীকে রেখে বিয়ে: আইন কী বলে? ২৩ বছরে ১১ শিশুর মা, নিতে চান ১০০ সন্তান! শিক্ষিকাকে বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দেবরের লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী, অবশেষে বাড়ি ছাড়া টিকা নিয়ে ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া ডিভোর্স ছাড়াই স্বামী-সন্তান ফেলে নাসিরকে বিয়ে করেছেন তামিমা! একাধিক সিনেমা থেকে বাদ দীঘি! সশস্ত্র বাহিনীকে নিয়ে খেলবেন না: সেনাপ্রধান
আরও সংবাদ...

মেনে চলি

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  EnglishLive TV DMCA.com Protection Status
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
উপরে
x