অতিরিক্ত নিরাপত্তা দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা।
রোববার (২৪ জানুয়ারি) ইসরাইলের কয়েক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন খুব শিগগিরই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। তবে কোন কোন দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেননি তারা।
তারা জানিয়েছে, আমেরিকার সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরাইল। যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইরানি হামলা থেকে রক্ষা করা যায়।
তারা আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা।