'করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী' শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি গালফ ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল অব মুহাম্মদ ফারুক খান।
এ সময় করোনার সময় দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর যেসব সদস্যরা মারা গেছেন তাদের স্মরণে সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ফারুক খান বলেন, করোনার এই মহাসংকটে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। আর্তমানবতার সেবায় এ বাহিনীর সদস্যরা কাজ করেছেন। আগামী দিনেও সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক লেঃ কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক।