টমি আব্রাহামের হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি। লুটন টাউনকে ৩-১ গোলে হারিয়েছে ব্লুরা।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি মুখোমুখি হয় লুটন টাউনের। যেখানে ম্যাচের ১১ মিনিটে টমি আব্রাহামের গোলে এগিয়ে যায় ব্লুরা।
লিড নেয়ার ৬ মিনিটের মধ্যে আবারো গোলের দেখা পায় চেলসি শিবির। এবারো গোলের নায়ক সেই আব্রাহাম। রিসের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি।
এরপর ম্যাচের ৩০ মিনিটে ক্লার্কের গোলে ব্যবধান কমায় লুটন। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতির পর ম্যাচের ৭৪ মিনিটে আরো একটি গোলের দেখা পান আব্রাহাম। হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নিশ্চিত করেন চেলসির জয়। ফলে আসরের পঞ্চম রাউন্ডে উঠলো ল্যাম্পার্ডের দল।