নাটোরের বড়াইগ্রামে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মোনায়েম খান ও গৌতম কুমার সরকার। এরমধ্যে মোনায়েম খানকে ৬ মাস এবং গৌতম কুমার সরকারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। এ সময় আইন লঙ্ঘন করে ডা. পদবী ব্যবহার করায় মোনায়েম খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া নিজেকে আমিনা হাসপাতালের সহকারী চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসক প্রদান করায় অপর ভুয়া চিকিৎসক গৌতম কুমার সরকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বলেন, ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় এই কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।