শরীয়তপুরের সদর উপজেলায় ৪ বছরের শিশু যৌন নিপিড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৭ জানুয়ারি) সদর উজেলার রুদ্রকর ইউনিয়নের চরসুন্দী এলাকার সোহেল সরদার (২৪) তাকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভিকটিম শিশুর মা।
পরিবার সূত্রে জানা গেছে, ৪ বছরে শিশুটি বাড়ির পাশে খেলতে গেলে লম্পট সোহেল শিশুকে ডেকে নিয়ে শারীরিকভাবে যৌন নির্যাতন করে। শিশুটিকে চড় ও ভয় দেখায়। বাড়ি ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু বলেনি। পরে তার মায়ের কাছে বললে এবং শিশুটির অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার বিকেলে শিশুটিকে হাসপাতালে এনে ভর্তি করে পরিবার।
শিশুটির মা জানায়, সোহেল তার মেয়েকে ধর্ষণ করেছে। সোহেলের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ রয়েছে। শিশুটির মা ও স্বজনরা সোহেলের বিচার দাবি করেছেন।
তবে ঘটনাকে ভিন্ন দাবি করেন সোহেলের মা। শিশুটির প্রসাবের রাস্তায় সমস্যা হয়েছে। ছেলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি সোহেলের মায়ের।
হাসপাতালের আরএমও ডা. সুমন পোদ্দার জানান, ২২ জানুয়ারি যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ভর্তি হওয়া শিশুটি মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে চূড়ান্ত রিপোর্টের জন্য ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
পালং থানার ওসি আসলাম উদ্দিন পুলিশ জানায়, শিশুটির মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।