প্রকৃতির সমস্ত রহস্যের উন্মোচন কী আমরা করতে পেরেছি? একেবারেই নয়। প্রকৃতিকে বোঝা মানুষের পক্ষে কখনওই হয়তো সম্ভব হবে না। আর সেটা আরো একবার প্রমাণ করে দিল বিরল প্রজাতির এই রে ফিশ।
নিউজল্যান্ডের অকল্যান্ডের একটি খবর বিজ্ঞানীদেরও অবাক করেছে। কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছে রে ফিশ। বিজ্ঞানীরা জানিয়েছেন, দু’বছর ধরে সেই মাছগুলো কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শে আসেনি। তবুও তারা মা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দু’টি মাছ ঈগল রে প্রজাতির। অকল্যান্ডে একটি অ্যাকোয়ারিয়ামে ওই দু’টি মাছকে রাখা হয়েছিল। দু’টি মাছ দু’টি করে বাচ্চার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, শেষবার পুরুষ সঙ্গীর সঙ্গে মিলনের পর তারা শরীরে স্পার্ম সঞ্চয় করে রেখেছিল।
তবে এই তত্ত্ব ঠিক নয় বলে দাবি করেছেন আরেক দল বিজ্ঞানী।
সূত্র: জি নিউজ