ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার রাস্তায় নামলে বিরোধীদল কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিক্ষোভ থেকে আটক করা হয় অনেককেই।
শনিবার(২৩ জানুয়ারি) বিরোধীদল কংগ্রেস নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামলে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।
রাজনৈতিক নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এভাবে চড়াও হওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে। কৃষষকরা বলছেন, তাদের কোনো কথাই মোদি সরকার শুনছে না। আলোচনা করেও কোন লাভ হচ্ছে না ।
এরই মধ্যে জানা গেছে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা ট্রাক্টর র্যালি করবেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী দিল্লিতে ১০০ কিলোমিটার ট্রাক্টর র্যালির জন্য দিল্লি পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছেন আন্দোলনরত কৃষকরা। তবে তাদের এই দাবি অস্বীকার করেছে পুলিশ।
ওইদিন আরও বড় পরিসরে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরোধীদলগুলোকেও পাশে পাবেন কৃষকরা।
এদিকে, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করায় হতাশা প্রকাশ করেছেন কৃষকরা।