কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মোট ১২ জন সমর্থক আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
পরে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ১২টার দিকে ভৈরব পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল ও ফজলু মিয়ার সমর্থকরা একই এলাকার গাইনহাটিতে গণসংযোগে যায়। পরে দুপুরের দিকে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জনের মতো আহত হয়। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুলের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে প্রতিপক্ষকে ফাঁসাতে আশরাফুলের লোকজনই এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি কাউন্সিলর প্রার্থী ফজলু মিয়ার।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।