শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের জনপদ গাইবান্ধায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ক্রমেই জীবনসংহারী হয়ে উঠছে ডায়রিয়া ও নিউমোনিয়া। গত ২৪ দিনে ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশু ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ জন ডায়রিয়া রোগীর ৩০ জনই শিশু। শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে আরও ১৭ শিশু।
অন্যদিকে ১ জানুয়ারি থেকে গত ২৪ দিনে শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩২৩ শিশু। একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৭০ শিশু।
শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার কবল থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে শিশুদের গরম খাবার ও গরম পোশাক পরিধানের প্রতি জোর দেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল।