মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মারা যান তিনি। গত ৯ জানুয়ারি থেকে মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন দুলাল মিয়া। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংকটাপন্ন অবস্থায় হাজতি দুলালকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এরপর ওই রোগীকে ইসিজি করা হয়। দেওয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় মারা যান দুলাল।
মানিকগঞ্জের জেল সুপার মো. শহিদুল ইসলাম আসামি দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন। কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল।