ক্যানসারে কাছে হার মেনে গত ২৬ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য ভক্ত রেখে গেছেন। দাদা আবদুল কাদেরকে এখন স্মরণ করে চোখের পানি জড়ান তার নাতনি সিমরিন লুবাবা।
নিজের ফেসবুকে শেয়ার এরা এক ভিডিওতে লুবাবা বলেন, ‘আজকে ২৬ দিন হলো দাদা আমাকে ছেড়ে একা আছে। আচ্ছা, কেউ কারো জানের সাথে কি আলাদা হতে পারে? কখনোই না। আমার দাদা সবসময় আমার সাথে আছে, সবসময় থাকবে।’
যোগ করে লুবাবা আরও বলেন, ‘দাদা আমার সাথে অনেক গল্প করত, যুদ্ধের গল্প। অভিনয় করে দেখাত। এখন কে দেখাবে? সবাই বলেছে, ভালো মানুষ আকাশের তারা হয়ে থাকে। আমার দাদা সবচেয়ে জলমলে তারাটা। আমার দাদা সবসময় আমার সাথে থাকবে, কখনো একা যাবে না।’
আরেকটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে লুবাবা আরও বলেন, ‘দাদা সবসময় আমার সাথে আছে। কখনো একা থাকত না। এখন দেখ, একা ছেড়েই তো চলে গেল। তবুও দাদা আমার সাথে আছে।’
প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়েছিল তাকে। ২০ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয় এ অভিনেতাকে। তারপর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এ অভিনেতা।