সোমালিয়ায় শান্তিরক্ষী হিসেবে কাজ করছে উগান্ডার সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা আল শাবাবের একটি শিবিরে অভিযান চালিয়ে গোষ্ঠীটির ১৮৯ যোদ্ধাকে হত্যা করেছে।
আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছে উগান্ডার সেনাবাহিনী। তাদের কাজ সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করা এবং আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোকে উৎখাত করা।
উগান্ডার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার তারা সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১০০ কিলোমিটার দূরের সিগালে গ্রামে আল শাবাবের গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে আল কায়েদার অনুসারী আল শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হওয়া সামরিক সরঞ্জাম ধ্বংস করে উগান্ডার সেনাবাহিনী।
উগান্ডা সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেও আকিকি বলেন, তারা সোমালিয়ায় সামরিক অভিযানে স্থল এবং আকাশ উভয়পথ ব্যবহার করছেন। একদিনে এতো আল শাবাদ যোদ্ধাকে হত্যার ঘটনা এটাই প্রথম।
নিহতের সংখ্যা বেড়েছে কিনা পরে আর জানা যায়নি। আল শাবাব হামলার বিষয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি।