আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে তুলার কদর। করোনা পরবর্তী সময়ে পণ্যটির চাহিদা এবং দাম দুই বাড়ছে। তাই তুলা চাষিদের জন্য একটি শুভ বার্তা বয়ে আনতে পারে নতুন বছর।
নতুন বছরের প্রথম মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যটির দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। সূত্র: মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ)।প্রতিষ্ঠানটি বলছে, অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, মালি ও পাকিস্তানে উৎপাদন কমে আসার আশঙ্কা তুলা বাজার ক্রমেই চাঙ্গা করে তুলছে। খবর মানিকন্ট্রোল।
যুক্তরাষ্ট্রের বাজারে ১৯ জানুয়ারি মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা ৮১ দশমিক ২৯ সেন্টে বিক্রি হয়েছে। আগের দিনও পণ্যটি পাউন্ডপ্রতি ৮০ দশমিক ৭০ সেন্টে বেচাকেনা হয়েছিল। একই দিন মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬০ সেন্টে।
এ সময় জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা ৮২ দশমিক ৯১ সেন্টে বেচাকেনা হয়েছে। ইউএসডিএ বলছে, চলতি বছরে শুরু থেকে পণ্যটির দাম ৪ শতাংশ বেড়েছে।