এফবিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। সারাদেশের ৬৪ টি জেলা চেম্বার ও মহিলা চেম্বারের মাধ্যমে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) সংগঠনের সভাপতি রাজধানীর কালাচাঁদপুট স্কুল অ্যান্ড কলেজ মাঠ, কালাচাঁদপুর, কড়াইল আনসার ক্যাম্প মাঠ এবং মহাখালীর দিশারী ক্রীড়া চক্র মাঠে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এফবিআইয়ের সহসভাপতি রেজাউল করিম রেজনু,দিলীপ কুমার আগারওয়াল, মীর নিজাম উদ্দিন, মো. সালাউদ্দিন আলমগীর, মো.আমজাদ হোসেন, এম এ রাজ্জাক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুলসহ আরো অনেকে।