আগুন লাগার কারণে ভারতে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় অন্তত এক হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন এমন টাই দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আদর পুনেওয়ালা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার( ২১ জানুয়ারি) দুপুরে পুনেতে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানার একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ শ্রমিক। এর কয়েক ঘণ্টা পরে সেই একই জায়গায় আবারও আগুন লাগে। তবে আগুন দ্রুততার সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয়।
সেরামের ওই কারখানাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন চলছে। শুক্রবার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এক সংবাদ সম্মেলনে জানান, ‘আগুনের ঘটনায় কোভিশিল্ড সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে এতে রোটাভাইরাস এবং বিসিজি ভ্যাকসিনের উৎপাদন ও মজুতের ক্ষতি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি। এক হাজার কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে।'