রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত শুক্রবার চুরি যাওয়া ৩ দিনের নবজাতককে উদ্ধার করেছে ডিবি ও রাজপাড়া থানা পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পল্টুর বস্তিতে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় মৌসুমি নামে এক গৃহবধূকে গ্রেফতার করে পুলিশ।
দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার হাসপাতালের ২৩ নম্বর শিশু ওয়ার্ড থেকে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা গোপাল রবিদাস ওইদিন রাজশাহী নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তার বাবার দেওয়া তথ্য বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। সেখানে শিশুটির বাবা গোপাল রবিদাস তার মেয়ে শিশুটিকে শনাক্ত করে। এরপরই চুরির অভিযোগে এক নারীকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিক্রির জন্য শিশুটিকে চুরি করা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে ওই নারীকে।