কর্ণফুলীসহ ঢাকা শহরের আশপাশের ৪টি নদীর দূষণ ও দলখমুক্ত করতে উদ্যোগ নিয়েছে সরকার জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী জানান, ঢাকার ৩৯টি খালকেও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁয়ে মেঘনা নদী রক্ষায় মাস্টার প্ল্যানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেঘনা নদী যাতে দূষণ ও দখলের কবলে না পড়ে সে জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। স্থানীয় সরকারের ও নদী নিয়ে কাজ করা দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি হয়। ১৮ মাসের প্রকল্পে নদীর দূষণ ও দখল রোধে করণীয় নির্ধারণ করে স্থানীয় সরকারকে অবগত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। পরে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ প্রকল্পে ফোকাল পারসন হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সহায়তা দেবে ঢাকা ওয়াসা।