জয়পুরহাটের কালাইয়ে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় গ্যারেজের কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে গ্যারেজের পাশের আলু ক্ষেত থেকে রিপন নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন স্বজন ও এলাকাবাসী।
সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আনোয়ার। স্থানীয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত ছেলে রিপন। করোনায় অর্থাভাবে নিশ্চিন্তা বাজারে আমিরুল নামের এক ব্যক্তির অটোরিকশা গ্যারেজে কাজ নেয় রিপন।
স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই গ্যারেজ থেকে অটোরিকশা ছিনতাই করতে গেলে বাধা দিয়ে রিপন। এ সময় তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন বিকেলে পাশের একটি আলু ক্ষেতে রিপনের লাশ দেখে থানায় জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতের বাবা আনোয়ার বলেন, আমার ছেলেকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই।
জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিক সমাজের।
জয়পুরহাটের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আমরা দ্রুতই যথাযথ আইনের প্রয়োগ চাই।
ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি পুলিশ।