সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনকে কী লেখেছিলেন চিঠিতে? নিয়ম অনুযায়ী হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনের জন্য চিঠি রেখে যান ট্রাম্প। তাতে কি সত্যিই লেখা ছিল, ‘জো, তুমি জানো আমি জয়ী হয়েছি?’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জানার পর থেকে জো বাইডেনের বিষয়ে একটিও ভালো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। বৃদ্ধ, মস্তিষ্ক বিকৃত, স্লিপি জো বা ঘুমন্ত জো এমনকি অর্ধমৃত পর্যন্ত বলেছেন। পদে পদে করেছেন উপহাস। বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতাকেই শুধু নয়, তার পরিবারের সদস্যদেরও আক্রমণ করতে ছাড়েননি রিপাবলিকান ট্রাম্প।
তবে শেষ পর্যন্ত হেরে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ছিলেন না। নিজেকে রীতিমতো সরিয়ে রাখেন এ রিপাবলিকান নেতা। কিন্তু নিয়ম মেনে ঠিকই পরবর্তী প্রেসিডেন্টের জন্য চিঠি রেখে গেছেন ট্রাম্প।
এতে হাসি-ঠাট্টা করার পরও ট্রাম্পের চিঠি রেখে যাওয়ায় অবাক অনেকেই। ওভাল অফিস ছাড়ার সময় উত্তরসূরীর জন্য ট্রাম্প যে চিঠি রেখে গেছেন, তাকে কী লেখা? এ নিয়ে এখন চলছে জল্পনাকল্পনা। বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সেই চিঠিতে বাইডেনের উদ্দেশে ট্রাম্প লিখেছেন, ‘জো, তুমি জানো আমি জয়ী হয়েছি।’ যদিও ওই চিঠি সম্পর্কে এখনও প্রেসিডেন্ট বাইডেন বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি সত্য কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
অবশ্য ৭৮ বছর বয়সী জো বাইডেন স্বীকার করেছেন, ট্রাম্প তার জন্য লেখা চিঠিতে ভালো কিছুই লিখেছেন। কিন্তু সেই ভালো কিছু যে কি, তা নিয়েই রয়েছে যত কানাঘুষা। নতুন প্রশাসন এ নিয়ে মুখ খুলছে না। তবে বিশ্লেষকদের ঠিক ধারণা, ট্রাম্প কখনো বাইডেনের জয় মেনে নিতে পারেননি, তাই চিঠিতে ইতিবাচক কিছু থাকার সম্ভাবনা কম। অনেকেই বলছেন, ট্রাম্প যুগের বিতর্কের রেশ নতুন প্রেসিডেন্ট আর টানতে চান না বলেই, চিঠির বিষয়বস্তু উপেক্ষা করছেন। কারণ বাইডেনের কাছে এখন বড় বিষয় মার্কিন ভঙ্গুর নীতিগুলোর তড়িৎ সংস্কার।