খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় রেম্রাচাই মারমা (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় বাজারের শহীদ আবতাবুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেম্রাচাই মারমা রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া নিবাসী মংসানাই মার্মার ছেলে এবং রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ৩টার সময় সহপাঠীর সাথে এক শিক্ষকের সাথে দেখা করতে যাওয়ার পথে রামগড় বাজারের শহীদ আবতাবুল সড়কে অগ্রণী ব্যাংকের সামনে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন পিছন থেকে এসে রেম্রাচাই মারমাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।