যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে জো বাইডেনের। বুধবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাওয়াশি এদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসও শপথ নিয়েছেন।
তবে এই অনুষ্ঠানে সব কিছুর মধ্যে একটি বিষয় সবার নজর কেড়েছে। সেটি হল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চোখ বন্ধ করে রাখা। বাইডেনের ভাষণের সময় ক্লিনটন ঘুমাচ্ছিলেন। ওই সময়ে ক্যামেরা তার দিকে তাক করা হয়। কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়েন ক্লিনটন। নিউ ইয়র্ক পোস্টসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়।
নিজের স্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্যদের সঙ্গে শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৭৪ বছর বয়সী ক্লিনটন। কিন্তু সেখানেই তার চোখের পাতা বন্ধ করে রাখার একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়।
ফুটেজে দেখা যায় সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পেছনের সারিতে বসে রয়েছেন ক্লিনটন। এ সময় তার চোখের পাতা বোজানো রয়েছে। পরে সেই ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর সারা বিশ্ব থেকে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান আশা প্রকাশ করছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে নতুন সম্পর্কের মাধ্যমে দৃঢ় হবে আগামীর বন্ধন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাইডেন-কামালার অভিষেক ‘যুক্তরাষ্ট্রের জন্য কঠিন এ সময়ে এক পা এগিয়ে যাওয়া’।
আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন তাদের দায়িত্ব গ্রহণকে ঐতিহাসিক আখ্যা দেন। ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তে বলেন, এটা গণতন্ত্রের জন্য দারুণ একদিন।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, এখন সময় একসঙ্গে কাজ করার। শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসও।
বেলারুশ আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও উন্নত সম্পর্ক গড়ার আশা নিয়ে বাইডেন ও কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে। আরও শুভেচ্ছা জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একযোগে কাজ করতে হবে।