বিমানবন্দরে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন টার্মিনালে চাকরি দেয়ার নামে দেড় শতাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। সর্বস্ব খুইয়ে পথে বসার পর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। এ চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি জানায়, ডিজিটাল ব্যানার ব্যবহার করে প্রত্যেক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে নেয় দর্পন গ্রুপ অব কোম্পানি। এরপর তাদের চাকরির ভুয়া নিয়োগপত্রও দেয়া হয়। পরেও কয়েক দফায় অর্থ নেয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।
তাদের অভিযোগের প্রেক্ষিতে রাজধানী থেকে কোম্পানির চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করে সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ওয়ার্ক অর্ডারগুলো ভুয়া ছিলো। সেই ভুয়া ওয়ার্ক অর্ডার বেস করেই তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। কয়েক হাজার মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে প্রতারণা করা হয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
সিআইডি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকাতেও এ ধরনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয়া হয়। তবে অভিযোগ করেন না কেউই। ফলে পার পেয়ে যায় অপরাধীরা। প্রতারণার শিকার হন আরো বেশি মানুষ।