সংবাদ সম্মেলনে কাঁদলেন ৩০ বছরের নির্বাচিত কাউন্সিলর
সদ্য সমাপ্ত পিরোজপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২ নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬ সাধারণ ওয়ার্ড) পরাজিত কাউন্সিলর প্রার্থী মিনারা বেগম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী অবৈধ টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে তাকে হারিয়েছেন। এসময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন মিনারা বেগম।
তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ৬ বার পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন। এ বছরও তিনি পিরোজপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
লিখিত বক্তব্যে মিনারা অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী জবাফুল প্রতীকের প্রার্থী প্রচুর পরিমাণে অবৈধ অর্থ ব্যয় করেছেন। পৌরসভার ৬ নং ওয়ার্ডের ২টি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজসে অনিয়ম করে তাকে নির্বাচনে পরাজিত করেছেন। এছাড়া ওই কেন্দ্রগুলোতে তার এজেন্টদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও, কোন প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে জানান মিনারা বেগম। এমনকি একটি কেন্দ্র থেকে প্রদানকৃত ফলাফলে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, জনগণ তাকে ঠিকই ভোট দিয়েছেন। তবে প্রচুর অর্থ ও পেশী শক্তির মাধ্যমে তাকে নির্বাচনে পরাজিত করা হয়েছে।