সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচতি কাউন্সির তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্ত্রী হাসিনা খানম হাসি।
সে সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, খুনের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামি ধরছে না। আসামিরা অনলাইনে অ্যাকটিভ থেকে নানান রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের দিন থেকেই পুলিশ আমাদের অসহযোগিতা করছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে নিহত কাউন্সিলর তরিকুলের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য হাসিনা খানম হাসি বলেন, ‘ঘটনার সময় শহীদগঞ্জ কেন্দ্রে আমার স্বামী বার বার প্রিজাইডিং অফিসারের রুমে ঢুকতে চাইলে পুলিশ তাকে সেখানে ঢুকতে দেয়নি। পুলিশ ভেতরে ঢুকতে দিলে হয়তো এমন হত্যাকাণ্ড ঘটত না।
পুলিশ আসামিদের ধরছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের মধ্যে ছুরি মেরে তারা চলে গেল সেখানকার পুলিশ তাদের ধরল না। আবার মামলা দেওয়ার পরও এজাহারভুক্ত আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকটিভ থাকলেও পুলিশ তাদের ধরছে না।
সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান নিহতের স্ত্রী।