নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, অভিবাসীদের উন্নয়নে কাজ করবে এ ডেমোক্র্যাট সরকার। সাধারণ মার্কিন নাগরিকরাও শপথ গ্রহণের দিন রাজপথে নেমে বাইডেনের পক্ষে স্লোগান দেন তারা। মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তার মধ্যেই ক্যাপিটল হিলের পাশের রাস্তায় হাজার হাজার উৎসুক জনতা সমর্থন জানাতে জড়ো হন বাইডেন-কামালাকে। যখন তারা শপথ নিচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে সেই শপথ অনুষ্ঠানের সাক্ষীও হন।
যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের হাত ধরে গণতন্ত্রের সঠিক ধরায় ফিরল এমন মন্তব্য মার্কিনদের।
আর প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত শান্তিপূর্ণ ক্ষমতার এ পালা বদলে।
শপথ গ্রহণ ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। বাইডেনের ভক্তদের ভিড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দেখা মেলেনি।