বাস শ্রমিককে মারধরের ঘটনায় ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেফতারের দাবিতে ধর্মঘটের টানা পাঁচ ঘণ্টা পর বাস-লঞ্চ ও থ্রি হুইলার চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) রাত ১২টার দিকে জনসাধারণের দুর্ভোগ লাঘবে যান চলাচল স্বাভাবিক করে মালিক শ্রমিকরা।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিটি মেয়রের নির্দেশে আমরা বাস চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া বাস শ্রমিককে মারধরকারীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।
বরিশাল নৌ সদর থানার ওসি, আব্দুল্লাহ আল মামুন লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বুধবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর বিসিক এলাকায় ফরচুন সুজ কোম্পানির দুই নারী কর্মীকে ইভটিজিং এর অভিযোগ ওঠে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস শ্রমিক সোহাগ হাওলাদারের বিরুদ্ধে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠলে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউনিয়া থানা ঘেরাও করে।
এসময় সোহাগ হাওলাদার বাদী হয়ে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগে ফরচুন সুজের চেয়ারম্যান মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে মিজানকে গ্রেফতারের দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বরিশালের সকল রুটের বাস চলাচল বন্ধ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পাশাপাশি ঢাকাগামী লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে নগরীতে চলাচলকারী থ্রি হুইলার যান চলাচলও বন্ধ করে দেয় মালিক শ্রমিকরা। রাত পৌনে ১২ টার পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা।