চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গণসংযোগের সময় ছাত্রলীগের একদল নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতরা এজন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, কাছাকাছি স্থানে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ছাত্রলীগ এবং বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে যুবদল গণসংযোগ করছিল। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সোহান (২৪) নামে একজনের মাথায় গুরুতর জখম হয়েছে বলে ওসি জানিয়েছেন।
এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে একজনকে আটক করা হয় বলে ওসি জানিয়েছেন।